Partha Rana

1 Books

 

জন্ম ২০ শে জুলাই, ১৯৮২, উত্তর কলকাতার বেনিয়াটোলা অঞ্চলে। অনেক প্রতিকুলতার সাথে লড়াই করে বর্তমানে দেশের অন্যতম সেরা টেলিকম সংস্থায় পেশাদারি প্রযুক্তিবিদ হিসেবে চাকরি করেন।স্কুল কলেজের পরীক্ষায় বরাবর প্রথম সারির ছাত্র। 

পেশার পাশাপাশি সাংস্কৃতিক বিভাগের বিভিন্ন শাখায় তাঁর অনায়াস যাতায়াত। ছোটোবেলা থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, গল্প প্রকাশিত হতে থাকে। লেখালিখির পাশাপাশি তাঁর কবিতা গান হয়ে গীত হয়েছে ইন্দ্রাণী সেন, সৈকত মিত্র, সৌম্য বসু, শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নীপবীথি  প্রমুখ শিল্পীদের কণ্ঠে। তিনি নিজেও তাঁর নিজের গান পরিবেশন করে থাকেন মঞ্চ, বেতার ও দূরদর্শনে। তাঁর সৃজনশীল কর্মযজ্ঞে তিনি সান্নিধ্য পেয়েছেন বহু গুণীজনের।অনিন্দিতা কাজী, কল্যাণ সেন বরাট, উদয় বন্দ্যোপাধ্যায়, বেবী দা তাঁদের মধ্যে অন্যতম।

তাঁর লেখা কবিতা ও গল্পের প্রথম সংকলন 'বর্ণালী' গুণীজনের প্রশংসা আদায় করে। পরবর্তী সময়ে  'কিছু কথা কিছু কবিতা' শীর্ষক বইতে তাঁর কবিতা ও গল্পের সংকলন প্রকাশিত হয় কলকাতা বইমেলায়। কর্মসূত্রে উত্তর-পূর্ব ভারতে তাঁকে জীবনের বেশ কিছু সময় নিয়মিত ভাবে সাধারণ মানুষের সাথে মিশে কাজকর্ম চালিয়ে যেতে হয়েছিল। তাঁর জীবনের অনেক ঘাত প্রতিঘাতের সাক্ষ্য বহন করে সেখানকার নানান ঘটনা। 'উত্তর-পূর্বের উত্তর' সেই নানান অভিজ্ঞতার কথা তুলে ধরবে পাঠকের কাছে। আর তার সাথে মিশে যাবে লেখকের নিজস্ব কল্পনা ও উপলব্ধি।

Interviews

All Partha Rana's Books

View Another Authors