Pronabesh Das

2 Books

প্রণবেশ দাসের জন্ম বাংলার ১৩৯২ সালের চৈত্র মাসে, অর্থাৎ ইংরেজির ১৯৮৬ সালের এপ্রিলে, দক্ষিণ কলকাতার একটি একান্নবর্তী পরিবারে। বাবার চাকরিসূত্রে ভারতবর্ষের নানান জায়গায় থেকে পড়াশোনা করেন। হলদিয়া থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হবার পর একটি ভারতীয় বহুজাতিক সংস্থা থেকে উনি নিজের কর্মজীবন শুরু করেন। ওনার সাহিত্যিক অনুপ্রেরণা ও ছোট গল্পের, বিশেষ করে ভৌতিক ও গোয়েন্দা গল্পের প্রতি ভালোবাসার পেছনে সত্যজিৎ রায়ের কিশোর সাহিত্যের একটি বিশাল অবদান আছে বলে উনি মনে করেন।

যদিও বাংলা ভাষা নিয়ে প্রথাগত শিক্ষালাভ ওনার হয়নি, কিন্তু তবুও লেখার জন্য নিজের মাতৃভাষাকেই তিনি বেছে নিয়েছেন। গল্প লেখা ছাড়াও ইন্টারনেটের পর্দায় ইংরেজি ও বাংলা গল্পের নাটকীয় পাঠ করায় ওনার বিশেষ আগ্রহ আছে। অবসর সময়ে আউটডোর ফটোগ্রাফি, ট্র্যাভেল ব্লগিং, আঁকিবুকি, গান, সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন। পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য রকমারি রান্না করতে তিনি ভালোবাসেন।

২০১৫ সালের জানুয়ারী মাসে উনি বিয়ে করেন এবং সেপ্টেম্বর ২০২০ থেকে এক ব্যস্ত পিতার ভূমিকাও তিনি পালন করছেন।

Interviews

All Pronabesh Das's Books

View Another Authors